Sunday, February 19, 2012

কল্পনা


ব্যাপারটি রোমান্টিক। তবে আমার কল্পনায় নয়, তার কাছ থেকে শুনে আমার কল্পনায় রং ছড়িয়েছে। কল্পনার সূত্রপাত আমাদের দুজন সেলিব্রিটি জুটি। কোন এক টিভি প্রোগ্রামে নাকি সে দেখেছে বাপ্পা গিটার বাজিয়ে গান করছে আর চাঁদনী নাচছে।
পরে একদিন ফোনে ও আমাকে এই কথাগুলো বলে। আমি তখন গিটার প্র্যাক্টিস করতাম। আমাকে ও বলেছিল, "তুমিও এই রকম গিটারে গান করবে আর আমি নাচব।"
আমার প্রশ্ন ছিল, “কোথায়?”
  • "জায়গাটা হবে সাগরের তীরে। সাগরের অপর দিকে থাকবে পাহাড় আর জঙ্গল। আকাশে থাকবে পূর্ণিমার চাঁদ। চারদিক নীল জোছনায় ভরা থাকবে। তোমার পরণে থাকবে নীল পাঞ্জাবী আর আমার নীল শাড়ী।"
  • দারুন!
এই ছিল রঙ্গীন কল্পনা আমাদের। আজ ও নেই আমার মাঝে। কিন্তু ওর সেই মায়াবী কন্ঠে শোনা কল্পনা আজও আমার মনে ঝড় তোলে।