Wednesday, July 4, 2012

বাজী


দুটো ছেলে মেয়ের মধ্যে তর্ক হচ্ছে কে কার তুলনায় বেশী ভালবাসে তাই নিয়ে। এক পর্যায়ে মেয়েটি বলল,
-একটা পরীক্ষা হয়ে যাক। তুমি রাজী?
ছেলেটি রাজী। কী পরীক্ষা হবে তা নিয়ে কথা হচ্ছিল। তখনই মেয়েটি বলে বসলো,
-তুমি কিন্তু হেরে যাবে! এখনও সময় আছে, স্বীকার করে নাও আমি তোমাকে তোমার চেয়ে বেশী ভালবাসি।
ছেলেটি হেসে বলল,
-কে হারল বা কে জিতল সে তো পরে দেখা যাবে। আগে তো পরীক্ষা হোক।
সাথে সে আরো যোগ করল,
-আর পরীক্ষায় যদি তুমি জিতেও যাও, তাতে আমার কষ্ট হবে না। কারণ, সে জয়টা তোমার হবে না, হবে আমার।
শুনে মেয়েটি আশ্চর্য বলল,
-কী রকম শুনি? কোন রকম চালাকী চলবে না, বুঝলে?
ছেলেটি আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল,
-যাকে ভালবেসে পরীক্ষা দিয়ে তুমি জিতলে, সে তো আমি। তাই না? আর কাউকে তো নয়, তুমি ভালবাসছ এই আমাকে। তাই, জয়টা তো আমারই হল।
কথাটির মর্ম বুঝতে পেরে মেয়েটি অবাক হয়ে গেল। এতই অবাক হল সে, অজান্তে তার চোখে অশ্রু জমল। বুঝতে পারল কে কাকে কত বেশী ভালবাসে সেটা তুচ্ছ। একজন আরেকজনকে ভালবাসে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাই।

Thursday, May 3, 2012

ছায়া



আনমনে হাঁটছিলাম, একা সাগরের মৃদু ঢেউ পায়ে আছড়ে পড়ছিল ঢেউয়ের শব্দে অদ্ভুত মাদকতা এনে দিয়েছিলডানপাশে বিশাল ঝাউবনকে পাশ কাটাচ্ছি আশেপাশে কাউকে দেখছি না হঠাৎ লক্ষ্য করলাম ঢেউয়ের শব্দ ছাপিয়ে আরও কিছু আমার কানে আসছে শব্দটা নূপুরের উৎস খুঁজতে গিয়ে ডানপাশে তাকালাম দেখলাম ঝাউবনে কে যেন আমারই সাথে পাল্লা দিয়ে হাঁটছে আমি আর এ নিয়ে চিন্তা করতে চাইলাম না আমিতো একা হাঁটতে এসেছি
ঝাউবনের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেলাম ততক্ষণ পর্যন্ত নূপুরের শব্দটা সাথেই ছিল কি এক দুর্নিবার আকর্ষণে আমি আবার তার দিকে তাকালাম নাহ! এ তো সম্ভব না!! সে এখানে আসবে কেন? আমি নিশ্চিত, চোখের ভুল আবার তাকালাম আমি নাহ, ভুল নয় সে ই
আমি যে থেমে গেছি তা ওর চোখে পড়েছে এগিয়ে এলো সে প্রশ্ন এলো
-থেমে গেলে কেন? কি আমার সাথে বুঝি হাঁটতে ইচ্ছে করছে না?
না আমি তো একা হাঁটতে বেরিয়েছি আমার উত্তর
-জানি তো কিন্তু, সব সময় আমাকে নিয়ে ভাবলে আমি কি না এসে পারি? বলো তুমি? আমাকে নিয়ে সব সময় ভাববে, প্রতিটি চিন্তায় আমাকে রাখবে আর কিনা একা থাকবো? তাই চলে এলাম
কথাটা শুনে সাগরের দিকে আমি মুখ ফেরালাম। এতই যখন বুঝ, তবে আমার সাথে কথা না বলে তুমি থাকো কি করে? কেন কোন ম্যাসেজ এর উত্তর দাও না? কেন ফোন দাও না?

Sunday, February 19, 2012

কল্পনা


ব্যাপারটি রোমান্টিক। তবে আমার কল্পনায় নয়, তার কাছ থেকে শুনে আমার কল্পনায় রং ছড়িয়েছে। কল্পনার সূত্রপাত আমাদের দুজন সেলিব্রিটি জুটি। কোন এক টিভি প্রোগ্রামে নাকি সে দেখেছে বাপ্পা গিটার বাজিয়ে গান করছে আর চাঁদনী নাচছে।
পরে একদিন ফোনে ও আমাকে এই কথাগুলো বলে। আমি তখন গিটার প্র্যাক্টিস করতাম। আমাকে ও বলেছিল, "তুমিও এই রকম গিটারে গান করবে আর আমি নাচব।"
আমার প্রশ্ন ছিল, “কোথায়?”
  • "জায়গাটা হবে সাগরের তীরে। সাগরের অপর দিকে থাকবে পাহাড় আর জঙ্গল। আকাশে থাকবে পূর্ণিমার চাঁদ। চারদিক নীল জোছনায় ভরা থাকবে। তোমার পরণে থাকবে নীল পাঞ্জাবী আর আমার নীল শাড়ী।"
  • দারুন!
এই ছিল রঙ্গীন কল্পনা আমাদের। আজ ও নেই আমার মাঝে। কিন্তু ওর সেই মায়াবী কন্ঠে শোনা কল্পনা আজও আমার মনে ঝড় তোলে।